দুয়ারে মদ প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার
দুয়ারে মদ প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ। এসইউসিআই-এর বিক্ষোভ ঘিরে ধন্ধুমার। বউ বাজার মোড় থেকে মিছিল শুরু হয়। বিবি গাঙ্গুলী স্ট্রিট-এর আবগারি দফতরের সামনে চলে বিক্ষোভ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা।
দুয়ারে মদ প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ। এসইউসিআই-এর বিক্ষোভ ঘিরে ধন্ধুমার। বউ বাজার মোড় থেকে মিছিল শুরু হয়। বিবি গাঙ্গুলী স্ট্রিট-এর আবগারি দফতরের সামনে চলে বিক্ষোভ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, রাজ্য সরকারের দুয়ারে মদ প্রকল্পের বিরোধিতায় পথে নামল এসইউসিআই। আজ বেলা দুটো থেকে প্রায় ৬০ জন মত সমর্থক বউ বাজার মোড় থেকে মিছিল করে বিবি গাঙ্গুলী স্ট্রিট এর আবগারি দফতরের সামনে এসে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় ও একটি ডেপুটেশন কপি জমা দেয়। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে সরকারকে দুয়ারে মদ প্রকল্প বাতিল করতে হবে পরিবর্তে দেশে বেকারদের চাকরি ব্যবস্থা করতে হবে। এদিন পোস্টার, প্ল্যাকার্ড এবং মুখে স্লোগান নিয়ে আবগারি দফতরের সামনে হাজির হন বিক্ষোভকারীরা। সেখানে বসে চলতে থাকে বিক্ষোভ। বাড়ি বাড়ি মদের ডেলিভারি বন্ধ করতে হবে বলে দাবি জানান তাঁরা।