Price hike: জ্বালানির দাম আকাশ ছোঁয়া, মূল্যবৃদ্ধির প্রতিবাদে দড়ির টানে চলল গাড়ি

জ্বালানির দাম আকাশ ছোঁয়া। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পেট্রোল এবং ডিজেলের দাম। পেট্রোলের পর ডিজেলের দামও ১০০ পেরিয়েছে (petrol and diesel price hike)। জ্বালানির দাম ১০০ পেরিয়েও থামেনি মূল্যবৃদ্ধি। প্রতিদিনই বৃদ্ধিপাচ্ছে জ্বালানির দাম। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দড়ি ধরে টানা হল গাড়ি। বালিগঞ্জ স্টেশন (Ballygunge station) থেকে চেতলা ব্রিজ (Chetla bridge) পর্যন্ত এই ভাবেই চলল গাড়ি। বুধবার এই ভাবেই চলল জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ। লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের (Luxury taxi association) পক্ষ থেকে চলে প্রতিবাদ। এই প্রতিবাদের মধ্যে দিয়ে একাধিক দাবি জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। সমস্ত জিনিসেরই মূল্যবৃদ্ধি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই মূল্যবৃদ্ধিরই প্রতিবাদ জানালেন লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সদস্যরা। একাধিক বিষয় তুলে ধরে এদিন প্রতিবাদ করেন তাঁরা। 

/ Updated: Oct 27 2021, 05:25 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জ্বালানির দাম আকাশ ছোঁয়া। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পেট্রোল এবং ডিজেলের দাম। পেট্রোলের পর ডিজেলের দামও ১০০ পেরিয়েছে (petrol and diesel price hike)। জ্বালানির দাম ১০০ পেরিয়েও থামেনি মূল্যবৃদ্ধি। প্রতিদিনই বৃদ্ধিপাচ্ছে জ্বালানির দাম। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দড়ি ধরে টানা হল গাড়ি। বালিগঞ্জ স্টেশন (Ballygunge station) থেকে চেতলা ব্রিজ (Chetla bridge) পর্যন্ত এই ভাবেই চলল গাড়ি। বুধবার এই ভাবেই চলল জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ। লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের (Luxury taxi association) পক্ষ থেকে চলে প্রতিবাদ। এই প্রতিবাদের মধ্যে দিয়ে একাধিক দাবি জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। সমস্ত জিনিসেরই মূল্যবৃদ্ধি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই মূল্যবৃদ্ধিরই প্রতিবাদ জানালেন লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সদস্যরা। একাধিক বিষয় তুলে ধরে এদিন প্রতিবাদ করেন তাঁরা।