Subrata Mukherjee Demise- 'সুব্রত'দা-র মৃত্যু বড় দুর্যোগ', সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত মমতা-ফিরহাদ

কালীপুজোর (Kali Puja) রাতে আলোয় ঝলমল করছে তখন চারপাশ। প্রতি বছরের মতো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তখন ব্যস্ত বাড়ির পুজো নিয়ে। হঠাৎ খবর এল সুব্রত'দা (Subrata Mukherjee) আর নেই, বাড়ির পুজো ছেড়ে ছুটে গেলেন মমতা। বৃহস্পতিবার কালীপুজোর রাতের ছবিটা ছিল ঠিক এমনই। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই বাড়ির পুজো ছেড়ে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিন দিন আগে সুব্রত মুখোপাধ্যায়ের স্টেন্ট বসেছিল। আস্তা আস্তে সুস্থও হয়ে উঠছিলেন তিনি। কথা ছিল শুক্রবার ছেড়ে দেওয়া হবে তাঁকে। তার আগেই বিরাট হার্ট অ্যাটাক (Heart attack), বাড়ি ফেরা আর হল না সুব্রত'দা-র, বললেন মমতা। গোয়া থেকে ফিরেই সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসি মুখে সেই সময় মমতা-কে জানিয়েছিলেন সুস্থ হলেই আবার জেলায় জেলায় যাবেন তিনি। তার আগেই বড় দুর্যোগ, যে দুর্যোগ কিছুতেই মানতে পারছেন না মমতা। এসএসকেএম-এ সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে রোজ নিয়ম করে দেখা করতে যেতেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সুব্রত'দা-র মৃত্যুতে ভেঙে পড়েছেন ফিরহাদ। বললেন, অনেক ঝড় ঝাপটা সামলেছি তবে এটা মানতে পারছি না সুব্রত'দা- আর নেই। কালীপুজোর রাতেই নিভে গেল জীবন দীপ। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বঙ্গ রাজনীতি। আলোর উৎসবের মাঝেই বঙ্গ রাজনীতিতে নেমে এল অন্ধকার।
 

/ Updated: Nov 05 2021, 02:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কালীপুজোর (Kali Puja) রাতে আলোয় ঝলমল করছে তখন চারপাশ। প্রতি বছরের মতো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তখন ব্যস্ত বাড়ির পুজো নিয়ে। হঠাৎ খবর এল সুব্রত'দা (Subrata Mukherjee) আর নেই, বাড়ির পুজো ছেড়ে ছুটে গেলেন মমতা। বৃহস্পতিবার কালীপুজোর রাতের ছবিটা ছিল ঠিক এমনই। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই বাড়ির পুজো ছেড়ে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিন দিন আগে সুব্রত মুখোপাধ্যায়ের স্টেন্ট বসেছিল। আস্তা আস্তে সুস্থও হয়ে উঠছিলেন তিনি। কথা ছিল শুক্রবার ছেড়ে দেওয়া হবে তাঁকে। তার আগেই বিরাট হার্ট অ্যাটাক (Heart attack), বাড়ি ফেরা আর হল না সুব্রত'দা-র, বললেন মমতা। গোয়া থেকে ফিরেই সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসি মুখে সেই সময় মমতা-কে জানিয়েছিলেন সুস্থ হলেই আবার জেলায় জেলায় যাবেন তিনি। তার আগেই বড় দুর্যোগ, যে দুর্যোগ কিছুতেই মানতে পারছেন না মমতা। এসএসকেএম-এ সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে রোজ নিয়ম করে দেখা করতে যেতেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সুব্রত'দা-র মৃত্যুতে ভেঙে পড়েছেন ফিরহাদ। বললেন, অনেক ঝড় ঝাপটা সামলেছি তবে এটা মানতে পারছি না সুব্রত'দা- আর নেই। কালীপুজোর রাতেই নিভে গেল জীবন দীপ। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বঙ্গ রাজনীতি। আলোর উৎসবের মাঝেই বঙ্গ রাজনীতিতে নেমে এল অন্ধকার।