কাজে ফিরতে হবে, ডাক্তারদের তুমুল হুঁশিয়ারি বিধ্বংসী মমতার, দেখুন ভিডিও
- মমতা বন্দ্য়োপাধ্য়য় এসএসকেএম হাসপাতাল থেকে সময় বেধে দিলেন চিকিৎসকদের।
- কাজে না ফিরলে ব্যবস্থা নেওয়া হবে এসেনশিয়াল অ্যাক্ট অনুযায়ী
কর্মবিরতিতে যোগদান করা ডাক্তারদের রীতিমতো হুশিয়ারি দিলেন মমতা। এদিন সকাল ন'টার পরে এসএসকেএম হাসপাতালে আউটডোরে টিকিট দেওয়া শুরু হলেও তা ফের বন্ধ হয়ে যায়। ফলে ক্ষোভ বাড়তে থাকে। এই আবহেই হাসপাতালে পৌঁছন মমতা। মমতা বন্দোপাধ্যায় আসার পরে স্লোগানিং করতে থাকেন জুনিয়র ডাক্তাররাও। রীতিমতো ব্যরাকিং-এর মুখে পড়েন মমতা। মমতা এদিন ওই জায়গা থেকেই বলেন, 'আজই ডাক্তারদের যোগ দিতে হবে। হাসপাতালে কোনও বহিরাগত থাকবে না। ঘাড়ধাক্কা দিয়ে বের করা হবে। কাজে যোগ না দিলে ডাক্তাররা হোস্টেল ছেড়ে দিন।' আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'পরিষেবা চালু না করলে দুই বছরের জন্য লাইসেন্স কেড়ে নেওয়া হবে'।