প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ল রেড রোড
বুধবার রয়েছে প্রজাতন্ত্র দিবস। ইতিমধ্যেই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ল রেড রোড। কলকাতা পুলিশের কড়া নজরদারি থাকছে সেখানে। সিসিটিভি ক্যামেরায় চলছে সেখানে নজরদারি।
বুধবার দেশজুড়ে পালিত হবে প্রজাতন্ত্র দিবস। প্রতি বছর এই দিনে বিশেষ অনুষ্ঠান হয় রেড রোডে। তিমধ্যেই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, তাই সেজে উঠেছে রেড রোড। এখন সেখানে শেষের পর্যায় প্রস্তুতি। প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ল রেড রোড। কলকাতা পুলিশের কড়া নজরদারি থাকছে সেখানে। সিসিটিভি ক্যামেরায় চলছে সেখানে নজরদারি। এই প্রজাতন্ত্র দিবসেই অংশ নেবে নেতাজি ট্যাবলো। ইতিমধ্যেই শুরু হয়েছে তারও প্রস্তুতি। ২৩ জানুয়ারির দিনই এই ট্যাবলোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই শুরু হয়েছে প্রস্তুতি। কুমোরটুলিতে তৈরি হয়েছে এই নেতাজির মূর্তি। ইতিমধ্যেই সেই মূর্তি নিয়েও আসা হয়েছে বলে জানা যাচ্ছে। তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে ৬ থেকে ৭ জন শিল্পী সাজিয়ে তুলছেন প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ ট্যাবলো। এই ট্যাবলো নিয়েই বিতর্ক তৈরি হয়েছে সেই ট্যাবলোই এবার দেখা যাবে রেড রোডে। তারআগে শুরু হয়েছে প্রস্তুতি।