'এক তরফা ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী', মোদীর আক্রমণের পাল্টা জবাব মমতা-র
বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের (chief Minister) সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। বৈঠকে তেলের দামের ওপর ভ্যাট কমানোর আবেদন জানান মোদী (Narendra Modi)। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও তেলেঙ্গানায় তেলের দাম সব থেকে বেশি, দাবি মোদীর।
রাজ্যে বেড়েই চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম। লাগামছাড়া দামে মাথায় হাত সাধারণ মানুষের। এদিকে বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। করোনা নিয়েই ছিল বৈঠক। সেই বৈঠকের মাঝেই পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বলতে শুরু করেন মোদী। বৈঠকে তেলের দামের ওপর ভ্যাট কমানোর আবেদন জানান মোদী। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও তেলেঙ্গানায় তেলের দাম সব থেকে বেশি, দাবি মোদীর। 'এই রাজ্যগুলি সাধারণ মানুষের কথা না ভেবে তেলের দাম বাড়িয়ে চলেছে'। তেলের মূল্যবৃদ্ধি নিয়ে এমনই নানান অভিযোগ তোলেন নরেন্দ্র মোদী। মোদীর আক্রমণের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেলের দাম বাড়িয়ে বিপুল আয় করেছে মোদী সরকার, দাবি মমতার। মোদীর বিরুদ্ধে মমতা বলেন, 'এক তরফা ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী'। আসলে আমাদের বলার কোনও সুযোগ ছিল না, দাবি মমতার। এই নিয়ে মোদীর উপর ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সব টাকা লুটে নেবেন, মোদীকে খোঁচা মমতা-র।