জিভ দিয়ে ছবি এঁকে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন কাঁচড়াপাড়ার রনি বিশ্বাস
হাত দিয়ে পা দিয়ে মুখে তুলি ধরে আঁকতে এর আগে অনেককেই দেখা গেছে, কিন্তু এবার জিভ দিয়ে ছবি আঁকতে দেখা গেল উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার এক যুবককে, শুধু তাই নয় রনি বিশ্বাস নামে ওই যুবক জিভ দিয়ে ছবি এঁকে নামও তুলে নিয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে
হাত দিয়ে পা দিয়ে মুখে তুলি ধরে আঁকতে এর আগে অনেককেই দেখা গেছে | কিন্তু এবার জিভ দিয়ে ছবি আঁকতে দেখা গেল উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার এক যুবককে | কাঁচড়াপাড়ার রনি বিশ্বাস জিভ দিয়ে ছবি এঁকে নামও তুলে নিয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে | রনি নিজেকে সবার কাছে তুলে ধরতে জিভ দিয়ে লতা মঙ্গেসকার এর ছবি আঁকলো ,তাও আবার উল্টো করে | তার ঘরে স্বস্তিকা মুখার্জি থেকে অরিজিত সিং ,মাদার টেরেজা,কে কে সহ একাধিক মহান ব্যক্তিদের ছবি দেখা যাবে | রনির পরিবার খুশি ছেলের এই প্রতিভা দেখে |