সব্যসাচী-জয়প্রকাশের কোলাকুলি, দূরেই থাকলেন দেবাশিস

ভোটের ময়দানে সব্যসাচী-জয়প্রকাশের কোলাকুলি। অন্যদিকে দূরেই দাঁড়িয়ে থাকলেন দেবাশিস। পরে দেবাশিস জানা সেখান থেকে বেরিয়ে যান। স্বাভাবিক ভোট হচ্ছে, বললেন জয়প্রকাশ মজুমদার। 'প্রতিপক্ষ হয়, শত্রুতা হয় না', বললেন জয়প্রকাশ। 

/ Updated: Feb 12 2022, 09:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভোটের ময়দানে সব্যসাচী-জয়প্রকাশের কোলাকুলি। অন্যদিকে দূরেই দাঁড়িয়ে থাকলেন দেবাশিস। পরে দেবাশিস জানা সেখান থেকে বেরিয়ে যান। স্বাভাবিক ভোট হচ্ছে, বললেন জয়প্রকাশ মজুমদার। 'প্রতিপক্ষ হয়, শত্রুতো হয় না', বললেন জয়প্রকাশ। বিধাননগর পৌর নিগমের ৩১ নম্বর ওয়ার্ড-এর বিই কমিনিটি হলে এদিন সকাল থেকেই ভোট শুরু হয়। তৃণমূলের প্রার্থী সব্যসাচী দত্তের সঙ্গে দেখা হয় বিজেপির দেবাশিস জানার। দীর্ঘদিনের সতীর্থ দুজনে, দেখা হলেও কিন্তু দুজনের কথা হল না। একদিকে গাছের নিচেই সব্যসাচী দত্তকে দেখা গেলো চেয়ারে বসে থাকতে। আর সেখান থেকেই কিছুটা দূরে দেবাশিস জানা দাঁড়িয়ে কাটালেন বেশ কিছুক্ষণ। তারপর দেবাশিস জানা সেখান থেকে বেরিয়ে যান। তবে জয়প্রকাশ মজুমদারকে দেখতে পেয়েও এগিয়ে আসেন সব্যসাচী দত্ত। সব্যসাচী দত্ত-র সঙ্গে কোলাকুলিও করতে দেখা যায় তাঁকে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে যায়। এই নিয়ে অবশ্য সব্যসাচী দত্ত বলেন,  'প্রতিপক্ষ হয়, শত্রুতো হয় না'।