বৈদিক ভিলেজে রক্ষীর পঁচা-গলা দেহ উদ্ধার, তদন্তে নামল রাজারহাট থানার পুলিশ

 বৈদিক ভিলেজের মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিরাপত্তা রক্ষীর পোশাক পরা অবস্থায় দেহ উদ্ধার। পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল ওই নিরাপত্তা রক্ষী। মৃত নিরাপত্তা রক্ষীর নাম খগেন্দ্র নাথ মন্ডল। জানা গিয়েছে, সে রাজারহাট শিখর পুরের বাসিন্দা।

/ Updated: Aug 10 2020, 03:40 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 বৈদিক ভিলেজের পঁচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিরাপত্তা রক্ষীর পোশাক পরা অবস্থায় দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল ওই নিরাপত্তা রক্ষী। মৃত ওই নিরাপত্তা রক্ষীর নাম খগেন্দ্র নাথ মন্ডল। সূত্রের খবর, খগেন্দ্র রাজারহাট শিখর পুরের বাসিন্দা। সোমবার সাতসকালে রাজারহাটের জঙ্গলে মৃতদেহ দেখে চমকে ওঠে স্থানীয়রা।  

এদিকে পুলিশ পৌছতেই ওই ঘটনার নতুন কিছু তথ্য় ধরা পড়ে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয় মদের বোতল ও কাপ উদ্ধার। তবে যেখানে দেহ পড়ে ছিল সেখানেই মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।  নাকি বাইরে থেকে এনে রাজারহাটের ওই জঙ্গলে ফেলা হয়েছে। খগেন্দ্রের মৃত্যু ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে পরিবারের অনুমান,  খুন করা হয়েছে খগেন্দ্রকে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ।