কেআইএফএফ এর জন্য় শহরে বাদশা

 

  • এই বছর হল কেআইএফএফ-র  ২৫তম বর্ষ 
  • কেআইএফএফ এর জন্য় শহরে এলেন বাদশা 
  • গাড়ি থেকে বেরতেই তাকে ঘিরে সবার উন্মাদনা 
  • কেআইএফএফ-এ  থাকবে সেরার সেরা বিদেশী ছবি 


 

/ Updated: Nov 08 2019, 05:29 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২৫তম কলকাতা আর্ন্তজাতিক চলচিত্র উৎসবের উদ্বোধন উপলক্ষে শহরে এলেন শাহরুখ খান। কলকাতা আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছে, গাড়ি থেকে বেরনো মাত্রই শাহরুখকে ঘিরে অনুরাগিদের উন্মাদনা। কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি এলেন পূর্ণ সমাদরেই। রোমান্টিকভাবেই তিনি তার সব বয়েসের ভক্তদেরই ভালবাসা জানালেন। প্রতিবছরের মত এবারও কলকাতা আর্ন্তজাতিক চলচিত্র উৎসবে  দেখানো হবে সেরা কিছু  ছবি। এবং সেই সেরা ছবিগুলি ইতিমধ্য়েই  বার্লিন, ভেনিস, কান, টরেন্টো  চলচিত্র উৎসবে এই ছবিগুলি দেখানো হয়েছে। এখানেই শেষ নয় ছবিগুলি বিদেশী ছবির বিভাগে অস্কার নমিনেশনও  পেয়েছে। এবছর কলকাতা আর্ন্তজাতিক চলচিত্র উৎসবে দেখানো হবে যুদ্ধ নিয়ে সাদা-কালো  ছবি 'দ্য় পেইনটেইড বার্ড'।  ছবিটি পরিচালনা করেছেন ভ্য়াকলভ মারহোল।  তবে  এই ছবিটির সঙ্গে এবার প্রতিযোগিতায় আছে উইপিং উওম্য়ান।