Garfa incident: রবিনসন স্ট্রিটের ছায়া এবার গড়ফায়, তিন মাস ধরে বাবার দেহ আগলে ছেলে

বিছানায় পড়ে রয়েছে কঙ্কাল, গড়ফায় বাবার মৃতদেহ তিন মাস ধরে আগলে রাখল ছেলে। রবিনসন স্ট্রিটের কান্ডের ছায়া এবার গড়ফায়। তিন মাস ধরে বাবার মৃতদেহ আগলে রেখে দিল ছেলে।
 

/ Updated: Nov 22 2021, 07:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিছানায় পড়ে রয়েছে কঙ্কাল, গড়ফায় বাবার মৃতদেহ তিন মাস ধরে আগলে রাখল ছেলে। রবিনসন স্ট্রিটের কান্ডের ছায়া এবার গড়ফায়। তিন মাস ধরে বাবার মৃতদেহ আগলে রেখে দিল ছেলে। সোমবার প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃতের ছেলে ও বউকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কেপি রায় রোডের বাড়িতে স্ত্রী অরুণা দে ও ছেলে কৌশিদের সঙ্গে থাকত সংগ্রাম বাবু। অরুনা দেবি হাঁটা-চলা করতে পারতেন না।  অন্যদিকে ছেলে মানসিক ভারসাম্যহীন। পুলিশের কাছে কৌশিক জানান, মাস তিনেক আগে তাঁর বাবা মারা গেছেন, কিন্তু তিনি তার বাবাকে তিন মাস ধরে আগলে রেখেছেন কারণ তিনি বিশ্বাস করতেন যে বাবা বেঁচে উঠবেন। সোমবার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করতে গিয়ে দেখে সংগ্রাম বাবুর মৃতদেহ একদম প্রায় কঙ্কালে পরিণত হয়েছে চোখ নাক মুখ কিছুই বোঝা যাচ্ছে না। এবং পুলিশ  আরো জানিয়েছেন সংগ্রাম বাবু সল্টলেকের একটি রিসার্চ সেন্টারের কর্মী ছিলেন। কীভাবে মৃত্যু হল, সেটা এখন পুলিশ খতিয়ে দেখছে। পাড়া-প্রতিবেশী এবং তার ছেলেকে ও জিজ্ঞাসাবাদ চলছে।এবং ইতিমধ্যে দেহটিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে।