Sourav Ganguly Covid positive: করোনা আক্রান্ত সৌরভ, আপাতত অবস্থা স্থিতিশীল
করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে হাসপাতালে ভর্তি হন তিনি। আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়-এর অবস্থা স্থিতিশীল। ৩ সদস্যের চিকিৎসকদল তৈরি করা হয়েছে। শুরু হয়েছে মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি।
আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। এবার করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়-এর অবস্থা স্থিতিশীল। ৩ সদস্যের চিকিৎসকদল তৈরি করা হয়েছে তাঁর জন্য। শুরু হয়েছে মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি। সোমবার রাত থেকেই শুরু হয়েছে এই থেরাপি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন উডল্যান্ড হাসপাতালের সিইও রূপালি বসু। তাঁর সঙ্গে ছিলেন বোর্ডের সদস্য সপ্তর্ষি বসু এবং সৌতিক পণ্ডা। সৌরভের হার্টের সমস্যা থাকার কারণে দেবী শেঠির সঙ্গেও যোগাযোগ রাখছেন চিকিৎসকরা। তবে এখনও ডোনা এবং সানার করোনা ধরা পড়েনি বলেই জানাযাচ্ছে। ইতিমধ্যেই তাঁরা আইসোলেশনে রয়েছে। এরমধ্যে যাঁদের সংস্পর্শে গিয়েছেন সৌরভ তাঁদেরকেও আইসোলেশনে রাখা হতে পারে বলে জানা গিয়েছে। এখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে কবে সৌরভ বাড়ি ফিরবেন তা এখনও জানা যায়নি।