বাড়িতে থেকে পুজো উপভোগ করার বার্তা সৌরভের, পুজো নিয়ে আর কি বললেন দাদা দেখে নিন
- এবার পুজোর একরকম বাধা হয়ে দাড়িয়েছে এই করোনা
- তবে করোনা ভুলেই এবার পুজোয় নিয়ে মাতলেন সৌরভ
- নিজের পাড়ার পুজোর উদ্বোধন করতে দেখা গেল তাঁকে
- তবে সকলের উদ্দেশে বাড়িতেই পুজো উপভোগ করার বার্তা দিলেন তিনি
সারা বছর ধরে মানুষ পুজোর এই কটা দিনের অপেক্ষায় থাকে। আর সেই পুজোর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে করোনা যেন পিছুই ছাড়ছেনা। আর এবার পুজোরও বাধা হয়ে দাড়িয়েছে এই করোনা। তবে ইতিমধ্যেই কলকাতার প্রায় সব পুজোরই উদ্বোধন হয়ে গিয়েছে। চতুর্থির দিন নিজের পাড়ার পুজোর উদ্বোধনে দেখা গেল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রতিবছরই দাদা তাঁর নিজের পাড়ার পুজোর উদ্বোধন করে থাকেন। এবছরও তার অন্যথা হল না। মাস্ক পড়েই পাড়ার পুজো বেহালা চৌরাস্তা প্লেয়ার্স কর্নারের উদ্বোধন করতে দেখা গেল তাঁকে। প্রদীপ জ্বালিয়েই উদ্বোধন করলেন পাড়ার পুজোর। সেই সঙ্গেই সকলের উদ্দেশে বাড়িতেই পুজো উপভোগ করার বার্তা দিলেন তিনি। তিনি এও বললেন, পুজো প্রতি বছরই আসবে। এবছর একটু সতর্ক থাকলে সংক্রমণ কিছুটা হলেও ঠেকানো সম্ভব। তাই এবছর পুজোয় সকলকে সাবধানে থাকার বার্তা দিলেন তিনি।