বিসর্জনের আগে 'দুর্গা প্রণাম' সৌরভের

  • করোনা আতঙ্কে নিয়মের কড়াকড়ি
  • প্রতিমা বিসর্জনে ভিড় নেই দর্শনার্থীদের
  • বাড়ি থেকে বেরিয়ে লরিতে উঠলেন সৌরভ
  • নিরঞ্জনের আগে প্রণাম করলেন দুর্গাকে
/ Updated: Oct 27 2020, 07:59 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এমন সুযোগ তো বারবার আসে না! করোনা আতঙ্কে এবার পাড়ার পুজো মণ্ডপে ঢুকতে পারেননি বহিরাগত দর্শনার্থীরা। বিসর্জনের সময়েও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পাড়ার প্যান্ডেল প্রতিমা যখন মণ্ডপ থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন লরিতে উঠে মা দুর্গাকে প্রণাম করলেন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, সৌরভ ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরেই রাতারাতি বিখ্যাত হয়ে যায় বেহালার পেয়ার্স কর্নারের পুজো। এই ক্লাবটি প্রাক্তন ভারত অধিনায়কের বাড়ি একেবারেই পাশে। একটা সময় পর্যন্ত পুজোর চারদিন প্লেয়ার্স কর্নারের প্যান্ডেলে কাটাতেন সৌরভ।