'গণতন্ত্র -র বদলে গোয়েন্দাগিরি চলছে', শহিদ দিবসে আর কী বললেন মমতা, দেখে নিন

আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন, শহিদ দিবসে ঘোষণা মমতা -র। 'বিজেপি নেতারা ডেলি প্যাসেঞ্জরি করেছেন', নির্বাচন নিয়ে বললেন মমতা। 'বিজেপি হাইলোডেড ভাইরাস পার্টি', বিজেপি -কে বিঁধলেন মমতা। 'পেগাসাস -এর নামে স্পাইগিরি চলছে' শহিদ দিবসে বললেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। 'গণতন্ত্রের বদলে গোয়েন্দাগিরি চলছে' মন্তব্য তৃণমূল সুপ্রিম -র। করোনা নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধতেও ছাড়লেন না মমতা। মূল্যবৃদ্ধি -র প্রতিবাদে প্রতিদিন আধ ঘন্টা করে মিছিল করার ডাক দিলেন মুখ্যমন্ত্রী। দলকে আরও শক্তিশালী করতে হবে, ঘোষণা মমতার। করোনা কেটে গেলে শীতকালে ব্রিগেডে বড় সভা করতে পারেন মমতা। 'বিজেপিকে দেশ ছাড়া না করা পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে' হুঙ্কার মমতার।

/ Updated: Jul 21 2021, 05:53 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন, শহিদ দিবসে ঘোষণা মমতা -র। 'বিজেপি নেতারা ডেলি প্যাসেঞ্জরি করেছেন', নির্বাচন নিয়ে বললেন মমতা। 'বিজেপি হাইলোডেড ভাইরাস পার্টি', বিজেপি -কে বিঁধলেন মমতা। 'পেগাসাস -এর নামে স্পাইগিরি চলছে' শহিদ দিবসে বললেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। 'গণতন্ত্রের বদলে গোয়েন্দাগিরি চলছে' মন্তব্য তৃণমূল সুপ্রিম -র। করোনা নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধতেও ছাড়লেন না মমতা। মূল্যবৃদ্ধি -র প্রতিবাদে প্রতিদিন আধ ঘন্টা করে মিছিল করার ডাক দিলেন মুখ্যমন্ত্রী। দলকে আরও শক্তিশালী করতে হবে, ঘোষণা মমতার। করোনা কেটে গেলে শীতকালে ব্রিগেডে বড় সভা করতে পারেন মমতা। 'বিজেপিকে দেশ ছাড়া না করা পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে' হুঙ্কার মমতার।