ডাক্তাররা খুশি, এবার রুষ্ট শিক্ষকরা ভাঙলেন ব্যারিকেড, দেখুন ভিডিও

  • এবার মাথাচাড়া দিচ্ছে শিক্ষকদের আন্দোলন
  • এবার ঘুম কাড়তে তৈরি হলেন শিক্ষকরাও
/ Updated: Jun 17 2019, 06:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


ষষ্ঠ দিনের বিক্ষোভে বাঁধ ভাঙল শিক্ষকদের। পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবন ঘেরাও করল এসএসকে এবং এমএসকে শিক্ষক-শিক্ষিকারা। বেতন বৃদ্ধি-সহ বেশকিছু দাবি নিয়ে নির্বাচনের আগে অবস্থান বিক্ষিভে সামিল হন এই শিক্ষকমহলের প্রায় একহাজার কর্মী সমর্থকরা। নির্বাচনের পূর্বে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই তাঁদের দাবি মানা হবে। কিন্তু নির্বাচন কেটে গেলেও সুরাহা পাননি তাঁরা। এর পরেই গত সপ্তাহে আবারও সল্টলেকের বিধান মূর্তির পাদদেশে আন্দোলনে নামেন শিক্ষক শিক্ষিকারা। আজ সপ্তাহের শুরুতেই শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করার আবেদন রাখেন তাঁরা। কিন্তু সেই দাবি না মানা হলে বাঁধ ভেঙে শিক্ষকদের।এদিন পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের সামনে এসে পড়েন এস এস কে এবং এমএসকে শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনে ঘেরাও করে সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা।এই মুহূর্তে  এসএসকে এমএসকে স্কুলের শিক্ষকশিক্ষিকারা বেতন পায় ৫৯০০ টাকার মত। এমএসকে শিক্ষকরা বেতন পান ৮৯০০ টাকা। অ্যাকাডেমিক সুপারভাইসাররা বেতন পান ৭৮০০ টাকা। অভিযোগ গত ৮ বছরে একটাকাও বাড়েনি বেতন। অভিযোগ মেলেনি বোনাসও। মেলা না শিক্ষকের স্বীকৃতিও। এর বিরুদ্ধেই এবার পথে নেমেছেন শিক্ষকেরা।