Restrictions to control covid- করোনার হাত থেকে মানুষকে বাঁচাতেই কড়া পদক্ষেপ, মাস্ক অভিযানে পুলিশ
মাস্ক অভিযানে বিধাননগর পুলিশ (Police)। শুক্রবার সকাল থেকেই লেকটাউন (Lake town) এলাকায় মাস্ক অভিযানে নামে লেকটাউন থানার পুলিশ। মাস্ক ছাড়া পথচারীদের আটক করে পুলিশ। লেকটাউন থেকে যশোর রোড গামী রাস্তায় বাস থামিয়ে অভিযান চালায় পুলিশ। বাসে মাস্ক ছাড়া যাত্রীদেরও আটক করে লেক টাউন থানার পুলিশ। বাসে যাতে মাস্ক ছাড়া কেউ না উঠতে পারে সেই নির্দেশ দেওয়া হয় কন্ডাক্টরদের। অভিযান চালানো হয় লেকটাউন মার্কেটেও। মার্কেটেও মাস্ক ছাড়া কাউকে দেখলেই তাদের বাজার থেকেই গ্রেফতার করে পুলিশ। এর পাশাপশি মাস্ক (mask) ছাড়া বাইক চালকদেরকেও গ্রেফতার করা হয়। অনেককে আবার নিজের হাতে মাস্কও পরিয়ে দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, করোনার প্রকোপ বৃদ্ধির কারণেই এই কড়াকড়ি। সারা সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি পালন করা হবে বলেও পুলিশ সূত্রে খবর। তবে শুধু লেকটাউন থানা নয় পুরো বিধাননগর পুলিশ কমিশনারেট অঞ্চলে এই মাস্ক অভিযান হবে বলেও পুলিশ সূত্রে খবর।
মাস্ক অভিযানে বিধাননগর পুলিশ (Police)। শুক্রবার সকাল থেকেই লেকটাউন (Lake town) এলাকায় মাস্ক অভিযানে নামে লেকটাউন থানার পুলিশ। মাস্ক ছাড়া পথচারীদের আটক করে পুলিশ। লেকটাউন থেকে যশোর রোড গামী রাস্তায় বাস থামিয়ে অভিযান চালায় পুলিশ। বাসে মাস্ক ছাড়া যাত্রীদেরও আটক করে লেক টাউন থানার পুলিশ। বাসে যাতে মাস্ক ছাড়া কেউ না উঠতে পারে সেই নির্দেশ দেওয়া হয় কন্ডাক্টরদের। অভিযান চালানো হয় লেকটাউন মার্কেটেও। মার্কেটেও মাস্ক ছাড়া কাউকে দেখলেই তাদের বাজার থেকেই গ্রেফতার করে পুলিশ। এর পাশাপশি মাস্ক (mask) ছাড়া বাইক চালকদেরকেও গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, করোনার প্রকোপ বৃদ্ধির কারণেই এই কড়াকড়ি। সারা সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি পালন করা হবে বলেও পুলিশ সূত্রে খবর। তবে শুধু লেকটাউন থানা নয় পুরো বিধাননগর পুলিশ কমিশনারেট অঞ্চলে এই মাস্ক অভিযান হবে বলেও পুলিশ সূত্রে খবর।