করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতায় কড়াকড়ি, জানালেন ফিরহাদ

করোনা রুখতে কলকাতায় বিশেষ কড়াকড়ির সিদ্ধান্ত। এমনটাই জানাচ্ছেন ফিরহাদ হাকিম। কলকাতায় ২৫টি মাইক্রো কনটেনমেন্ট জোন। আরও বাড়তে পারে কনটেনমেন্ট জোনের সংখ্যা। 
 

/ Updated: Jan 04 2022, 04:33 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতাতেও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকটাই। করোনা রুখতে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে কড়াকাড়ি। নবান্ন থেকে সে কথা জানানো হয় ২ তারিখে। করোনা রুখতে কলকাতায় বিশেষ কড়াকড়ির সিদ্ধান্ত, এমনটাই জানাচ্ছেন ফিরহাদ হাকিম। ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলার কথা ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে। কলকাতায় ২৫টি মাইক্রো কনটেনমেন্ট জোনও করা হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। আরও বাড়তে পারে কনটেনমেন্ট জোনের সংখ্যা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ফিরহাদ। আবাসনে ৪-৫ জন আক্রান্ত হলেই মাইক্রো কনটেনমেন্ট জোন। এছাড়াও জনবহুল রাস্তায় হবে স্যানিটাইজেশন। দোকানে বাজারে মানুষকে সচেতন করতে মাস্ক বিলি হবে। '১০-১৫ তারিখের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে'। এটাই এখন একমাত্র লক্ষ্য, জানালেন ফিরহাদ হাকিম।