SSKM Nurse protest: বেতন বৈষম্য এবং বদলির প্রতিবাদে নার্সদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা এসএসকেএম-এ

বেতন বৈষম্য, বদলির প্রতিবাদে অনশন। এসএসকেএম হাসপাতালে নার্সেস ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ। এর আগে ২৬ জুলাই ৬ আগস্ট পর্যন্ত চলে প্রতিবাদ। সেই সময় স্বস্থ্যমন্ত্রীর আশ্বাসে বিক্ষোভ বন্ধ হয়।
 

/ Updated: Nov 18 2021, 06:33 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বেতন বৈষম্য, বদলির প্রতিবাদে অনশন। এসএসকেএম হাসপাতালে নার্সেস ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ। এর আগে ২৬ জুলাই ৬ আগস্ট পর্যন্ত চলে প্রতিবাদ। সেই সময় স্বস্থ্যমন্ত্রীর আশ্বাসে বিক্ষোভ বন্ধ হয়। বিষয়টির কোনো সমাধান না হওয়া মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানান হয়। এরপরেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এই নিয়েই আবারও বিক্ষোভের পথে নার্সরা, চলছে অনশনও। নার্সেস ইউনিটের পক্ষ থেকে সভাপতি পার্বতী পাল এদিন জানান, বিগত ২৬ জুলাই ৬ আগস্ট ১২ দিন এই একই দাবিতে অনশন চলে। সেই সময় রাজ্য সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তাদের এই দাবিদাওয়াগুলি সহানুভূতির সঙ্গে দেখা হবে। বিষয়টির কোনো সমাধান না হওয়ার কারণে প্রায় ১৯ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা মিলেনি বলে অভিযোগ। আগামী দিনে এই সমস্ত দাবি-দাওয়া গুলির স্থায়ী সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান পার্বতী পাল।