রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতায় ডুবল আস্ত বাস

রাতভর টানা বৃষ্টিতে জল জমেছে কলকাতার একাধিক জায়গায়। সেই জলেই আটকে গেল একটি আস্ত বাস। ৪৭বি রুটের বাস টি কালিন্দী থেকে শ্যামবাজার অভিমুখে যাওয়ার পথে পাতিপুকুর রেল ব্রিজের তলায় জমা জলে আটকে যায়। কোনওরকমে বাস থেকে নেমে রক্ষা পায় যাত্রীরা। যদিও এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

/ Updated: Jul 30 2021, 05:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাতভর টানা বৃষ্টিতে জল জমেছে কলকাতার একাধিক জায়গায়। সেই জলেই আটকে গেল একটি আস্ত বাস। ৪৭বি রুটের বাস টি কালিন্দী থেকে শ্যামবাজার অভিমুখে যাওয়ার পথে পাতিপুকুর রেল ব্রিজের তলায় জমা জলে আটকে যায়। কোনওরকমে বাস থেকে নেমে রক্ষা পায় যাত্রীরা। যদিও এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।