করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, তবে এখনই বাড়ি ফিরছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী
- করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
- ২৫ মে উডল্যান্ডসে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে
- সেখানে থেকেই আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি
- বুধবার হাসপাতাল থেকে ছুটির পরও এখনই বাড়ি ফিরছেন না তিনি
১৮ মে করোনা আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২৫ মে তাঁকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখানেই তিনি সেরে উঠতে শুরু করেন। ৩১ মে তাঁর করোনা রিপোর্টও নেগেটিভ রিপোর্ট আসে। সাত চিকিৎসকের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় বুদ্ধদেব ভট্টাচার্যকে ছেড়ে দেওয়ার। চিকিৎসকদের সিদ্ধান্ত মতই বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে এখনই বাড়িতে যাচ্ছেন না তিনি। বেসরকারি একটি নার্সিংহোমে আপাতত থাকবেন তিনি। করোনায় মৃত্যু তিনি কোনওদিনই চাননি। মরনোত্তর দেহ দানের কথা ভেবে রেখেছেন তিনি তাই হাসপাতাল থেকে সুস্থ হয়ে যেতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর ইচ্ছারই জয় হল এখন করোনা নেগেটিভ তিনি।