NIA : মোমিনপুর-একবালপুর এর ঘটনার তদন্ত করতে এল জাতীয় তদন্তকারী সংস্থা

মোমিনপুর-একবালপুর এর হিংসার ঘটনায় তদন্ত করতে কলকাতায় এলেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বা এনআইএ । এর পর ঘটনাস্থলে তারা গিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তাঁরা। 

/ Updated: Oct 22 2022, 09:58 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মোমিনপুর-একবালপুর এর হিংসার ঘটনায় তদন্ত করতে কলকাতায় এলেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বা এনআইএ । এর পর ঘটনাস্থলে তারা গিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তাঁরা। গত ৯ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজোর দিন দুটি গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘর্ষের জেরে প্রবল উত্তেজনা ছড়ায় কলকাতার মোমিনপুর এলাকায়, পরে একবালপুর থানাতে বিক্ষোভ দেখান একদল মানুষ । সংঘর্ষে ৯ জন পুলিশ আধিকারিক জখম হন । ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৪০ জন কে   
কলকাতা হাইকোর্টেও এনআইএ-কে দিয়ে তদন্তের আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা হয়। তারপরই দুদিন আগে এই মামলার তদন্ত ভার গ্রহণ করে এনআইএ। সেই মামলার শুনানি শেষ হওয়ার আগে মোমিনপুরে হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ।