ইউক্রেন ফেরত ৪২২ পড়ুয়াদের পড়াশোনার ব্যবস্থা করল রাজ্য সরকার
ইউক্রেন থেকে আগত পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা করল রাজ্য সরকার। ইউক্রেন থেকে আগতরা পড়ুয়ারা কারা কোথায় পড়বেন, ঘোষণা মমতা-র। ৬ ইঞ্জিয়ারিং পড়ুয়া জিআইএস গ্রুপের কলেজে পড়তে পারবেন।
ইউক্রেন থেকে আগত পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা করল রাজ্য সরকার। ইউক্রেন থেকে আগতরা পড়ুয়ারা কারা কোথায় পড়বেন, ঘোষণা মমতা-র। ৬ ইঞ্জিয়ারিং পড়ুয়া জিআইএস গ্রুপের কলেজে পড়তে পারবেন। মেডিক্যাল পড়ুয়াদের মধ্যে ৪০৯ জন এমবিবিএস-এর, বাকি ৩ জন ডেন্টালের। ৩ জন ডেন্টাল ছাত্রের মধ্যে ১ জন ডেন্টাল ছাত্রর ষষ্ঠ বর্ষ পূরণ হয়েছে। এই পড়ুয়া কলকাতার ডক্টর আহমেদ ডেন্টাল কলেজে ইন্টার্নশিপ করতে পারবেন। ২ জন ডেন্টাল ছাত্র সরকারি ডেন্টাল কলেজে প্র্যাক্টিক্যাল ক্লাস করতে পারবেন।১ ভেটেনারি পড়ুয়াকে সরকারি ভেটেনারি কলেজে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। ৩ জন শ্রমিকের ২ জন জেলাশাসক দফতরে ক্যাজুয়াল কর্মী হিসাবে নিযুক্ত হয়েছেন। ষষ্ঠ বর্ষের ২৩ জন ছাত্রের সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপ-এর ব্যবস্থা করা হয়েছে। পঞ্চম ও চতুর্থ বর্ষের ছাত্ররা সরকার পরিচালিত মেডিক্যাল কলেজে পড়তে পারবেন। পড়ুয়াদের থেকে অতিরিক্ত অর্থ যাতে নেওয়া না হয় সেই দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে।