একাধিক দাবি নিয়ে মিছিল করে শিক্ষামন্ত্রী-র কাছে ডেপুটেশন জমা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ-র
ফের পথে নামল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। এদিন তাঁরা মিছিল করে গিয়ে ডেপুটেশন জমা দেয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে ডেপুটেশন জমা দেন তাঁরা। করুণাময়ী মোড়ে রাস্তা অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ। রাজ্য়পালের কুশপুতুল দাহ করে চলতে থাকে বিক্ষোভ। একাধিক দাবি জানিয়ে চলতে থাকে বিক্ষোভ।
আবারও রাস্তায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। বেশকিছু পুরানো দাবি নিয়ে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে ডেপুটেশন ও মাদ্রাসা শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়। এর পাশাপাশি সল্টলেক ময়ূখ ভবন থেকে করুনাময়ী পর্যন্ত মিছিল করে তারা। করুনাময়ী মোড়ে রাস্তা অবরোধ করে রাজ্যপালের অপসারণ ও জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যপালের কুশপুতুল দাহ করা হয়। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এর পক্ষ থেকে রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষক শিক্ষা কর্মীদের(SSK/MSK/AS/প্যারা টিচার/শিক্ষা বন্ধু/DQM/ম্যানেজমেন্ট স্টাফ) দের বিভিন্ন পেশাগত সমস্যার সমাধানের জন্যে এই অভিযান। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ঘোষণার পর একবছর অতিক্রম হলেও অনেক দাবি আজো কার্যকর হয়নি। গত ২৪ নভেম্বর সংগঠনের সাথে বৈঠক করার পরও তিনমাস অতিক্রম হয়ে গেলেও বিভিন্ন কারনে সেগুলো কার্যকর হয়নি। আন্দোলনকারীদের দাবি, গত ১/২/২০২১ তারিখ থেকে অন্যরা বার্ষিক ৩ পার্সেন্ট ইনক্রিমেন্ট ও অবসরকালীন তিন লক্ষ টাকা সুবিধা পেলেও একাডেমিক সুপাভাইজার এবং যাদের চাকরির মেয়াদ ৬৫ বছর তারা আজও সেই সুযোগ থেকে বঞ্চিত। ঘোষণা সর্তেও পৌরসভার অধীনস্ত SSK/MSK/AS রা আজও শিক্ষা দফতরে যুক্ত হওয়া থেকে বঞ্চিত। তারা বার্ষিক ৩ পার্সেন্ট ইনক্রিমেন্ট ও অবসর কালীন তিন লক্ষ টাকা থেকে বঞ্চিত। ঘোষণা সর্তেও প্যারা টিচার(মহিলা) সাধারণ বদলির অর্ডার আজও বের হয়নি। সমগ্র শিক্ষা অভিযানের অন্যরা ইপিএফ এর সুবিধা ২০১৫ সাল থেকে পাচ্ছেন কিন্তু SSK/MSK/AS দের ইপিএফ চালু হয়নি। রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের বেতন অনেক কম ফলে বর্তমান বাজারমূল্য অনুসারে সম্মানজনক বেতন বৃদ্ধি করা। এর পাশাপাশি সাত দফা দাবি নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিকর্তার কাছেও ডেপুটেশন দেওয়া হয়।