কাশ্মীরে বাঙালি নিধনের প্রতিবাদে এবার পথে তৃণমূল, দেখুন ভিডিও
- কাশ্মীরের কাজ করতে গিয়ে জঙ্গিদের হাতে খুন বাংলার পাঁচ শ্রমিক
- ঘটনার প্রতিবাদে ও তদন্তের দাবিতে পথে নামছে তৃণমূল
- কলকাতার মোমবাতি মিছিল হবে
- কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়
পরিকল্পনামাফিক খুনের অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরে বাঙালি নিধনের প্রতিবাদে এবার পথে নামতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছে, সোমবার বিড়লা তারামণ্ডল থেকে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মোমবাতি মিছিল করবে তৃণমূল যুব কংগ্রেস। এই মোমবাতি মিছিলে সমাজের সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কাশ্মীরে কাজ করতে গিয়ে জঙ্গিদের হাতে খুন হয়েছেন মুর্শিদাবাদের পাঁচজন শ্রমিক। কুলগামে আস্তানা থেকে বের করে জঙ্গলে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয়েছে তাঁদের। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় দিয়েছে রাজ্য সরকার।