Covid rules: লিট্টি-চোখা উৎসবে শিকেয় কোভিড বিধি, প্রশ্নের মুখে তৃণমূল
নেতাজি জয়ন্তীতে বেহালায় আয়োজন হয় লিট্টি-চোখা উৎসব। সেখানেই শিকেয় উঠল কোভিড বিধি। কারোর মুখে দেখা গেল না মাস্ক, দূরত্ববিধিও শিকেয় উঠল। সেখানেই উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। ৩০০ জনের বেশি জমায়েতেরও অভিযোগ উঠেছে। মেয়র পারিষদ তারক সিং-এর মুখে দেখা যায়নি মাস্ক।
বেহালা ১১৯ নম্বর ওয়ার্ডে তারক সিং এর উদ্যোগে লিট্টি চোখা উৎসব-অনুষ্ঠানে ৩০০ লোকের বেশি জমায়েত। নেই সামাজিক দূরত্ব নেই কারোর মুখে মাস্ক। মেয়র পরিষদ তারক সিং নিজেই মাস্ক ছাড়া ঘুরছেন এবং সবাই কে উৎসাহ দিচ্ছেন। এবং দেখা গেল ভোজপুরী গানে রীতিমতো নাচ চলছে হচ্ছে টাকা ছড়ানো। সবার সাথে নাচতে দেখা গেল তারক সিং কেও।পাশাপাশি ছিলেন তারক সিং এর ছেলে ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিং। অনুষ্ঠানে আসলেন রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজেও এসে অনুষ্ঠান দেখলেন পাশাপাশি এত লোকের জমায়েত প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি কোন প্রতিক্রিয়া না দিয়ে চলে যান। এবং তারক সিং বলেন সাব লোগ আরাহা হে খানা খা রাহাহে ওর যা রাহাহে। প্রশ্ন একটাই এই করোনা পরিস্থিতিতে কিভাবে এত লোকের জমায়েত হয়? তাও আবার শাসকদলের হেভিওয়েট নেতাদের সামনে।