TMC protest: বিজেপি বিরোধী স্লোগান দিয়ে রাস্তায় বসে তৃণমূলের প্রতিবাদ
সায়নী ঘোষ গ্রেফতার হওয়ার পরই জেলায় জেলায় শুরু হয় তৃণমূলের কর্মী সমর্থকদের প্রতিবাদ। সোমবার কলকাতায় বিজেপির কার্যালয়ের সামনেও চলে প্রতিবাদ। সোমবারের পর মঙ্গলবারেও দেখা গেল সেই একই ছবি।
সায়নী ঘোষ গ্রেফতার হওয়ার পরই জেলায় জেলায় শুরু হয় তৃণমূলের কর্মী সমর্থকদের প্রতিবাদ। সোমবার কলকাতায় বিজেপির কার্যালয়ের সামনেও চলে প্রতিবাদ। পরে ছেড়ে দেওয়া হয় সায়নী ঘোষকে। তাঁকে ছেড়ে দেওয়া হলেও সোমবারের পর মঙ্গলবারেও দেখা গেল সেই একই ছবি। সোমবার সকাল সন্ধ্যা দুবার বিজেপির রাজ্য দফতরের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী এবং সমর্থকরা। সেই একই ছবি দেখা গেল মঙ্গলবারেও। মঙ্গলবার সকাল থেকেই সেই একই ছবি ধরা পড়ল। মঙ্গলবার সকাল বারোটা নাগাদ বেশকিছু তৃণমূল কর্মী মাথায় লাল রঙের ফেটি কালো পোশাক পরে বিক্ষোবে সামিল হয়। বিজেপি রাজ্য দপ্তরে আগে থেকেই পুলিশ থাকায় তাদেরকে সেন্ট্রাল এভিনিউ থেকে পুলিশ সরিয়ে দেয়। সেখানেই তারা রাস্তায় বসে পড়ে এবং বিভিন্ন বিজেপি বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।