ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সামাল দিতে নিউটাউনে খোলা হচ্ছে দুটি কন্ট্রোলরুম, আর কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, জেনে নিন
- ঘূর্ণিঝড়ের মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নিতে চলেছে হিডকো
- এমনটাই জানালেন হিডকো -র চেয়ারম্যান দেবাশীষ সেন
- মোট দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে
- অক্সিজেন থেকে শুরু করে যেকোনও সাহায্য মিলবে ফোন করলেই
ঘূর্ণিঝড়ের মোকাবিলায় এক গুচ্ছ পরিকল্পনা নিয়েছে হিডকো ও এনকেডিএ কর্তৃপক্ষ, এমনটাই জানালেন হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন। হিডকোর পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, কন্ট্রোলরুমের নম্বর ১৮০০১০৩৭৬৫২। গাছ পড়া থেকে শুরু করে অক্সিজেন, যেকোনও সাহায্য মিলবে এই নম্বরে ফোন করলেই। দুটি জায়গায় সাইক্লোন সেন্টার খোলা হয়েছে। আপাতত ভ্যাক্সিনেশন বন্ধ রাখা হচ্ছে সেখানে। ইলেকট্রিসিটি সমস্যা হলে ভ্যাকসিন নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণেই আপাতত স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। জল নিকাশির জন্য পাম্প এবং জেনারেটারের ব্যবস্থা রাখা হচ্ছে।