Asianet News Bangla

দেহ নিয়ে পাঞ্জাবের উদ্দেশে রওনা দিলেন জয়পাল ও জসপ্রীত -এর পরিবার

Jun 12, 2021, 12:48 PM IST

সুখবৃষ্টি আবাসনে এনকাউন্টারের ঘটনায় মৃত্যু হয় ২ দুষ্কৃতির। তাদেরই দেহ শনাক্ত করতে কলকাতায় আসে তাঁদের পরিবার। বৃহস্পতিবার রাতে কলকাতায় আসে এনকাউন্টারের মৃত ২ দুষ্কৃতি জয়পাল ও জসপ্রীত -এর পরিবার। কলকাতায় এসে দেহ শনাক্তও করেন তাঁরা। দেহ নিয়ে এবার বাড়ির পথে জয়পাল ও জসপ্রীত -এর পরিবার। আরজি কর থেকে তাঁদের দেহ নিয়ে যাওয়া হয় বিমান বন্দরে। সেখান থেকেই তাঁরা পঞ্জাবের উদ্দেশে রওনা দেন।