রাজ্যে শুরু হচ্ছে ১২ ঊর্ধ্বদের টিকাকরণ, কী জানালেন ফিরহাদ, দেখে নিন

রাজ্যে শুরু হতে চলেছে ১২ ঊর্ধ্বদের টিকাকরণ। সোমবার থেকে শুরু হচ্ছে টিকাকরণ। কলকাতা পুরসভার ৩৭ টি কেন্দ্রে মিলবে টিকা। সোমবার থেকে স্কুলেও শুরু হচ্ছে ভ্যাকসিনেশন। আপাতত কলকাতায় বন্ধ থাকবে কোভ্যাকসিন দেওয়া।

/ Updated: Mar 19 2022, 07:40 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশে করোনা (Corona) সংক্রমণের হার অনেকটাই কমেছে। কলকাতায়ও অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। দেশে ইতিমধ্যেই অধিকাংশ মানুষেরই টিকাকরণ (vaccination) হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বুস্টার ডোজও (Buster dose) হয়ে গিয়েছে অনেকেরই। সেই সঙ্গেই পনেরো ঊর্ধ্বদেরও টিকাকরণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার শুরু হতে চলেছে ১২ বছরের ঊর্ধ্বদের টিকাকরণ। সোমবার থেকে ১২ বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু হবে। কলকাতা পুরসভার (Kolkata Municipality) ৩৭ টি কো-ভ্যাকসিন (co-vaccine) কেন্দ্র থেকে মিলবে ভ্যাকসিন। কো-ভ্যাকসিন এর চাহিদা এখন কেমেছে অনেকটাই আর সেই কারণেই কো-ভ্যাকসিন কেন্দ্রে শুরু হচ্ছে টিকাকরণ। সোমবার থেকে স্কুলে ও শুরু হচ্ছে ভ্যাকসিন। যে স্কুল রাজি থাকবে এবং পর্যাপ্ত জায়গা থাকবে সেখানেই কলকাতা পুরসভা (Kolkata Municipality) ভ্যাকসিন সেন্টার করবে। সেখানেও এলাকার ১২ বছরের ঊর্ধ্বে সকলেই টিকা (vaccine) নিতে পারবেন। আপাতত ওই সেন্টারগুলো থেকে কো-ভ্যাকসিন (co-vaccine) দেওয়ার কাজ বন্ধ থাকবে।