গঙ্গাপাড়ে মজুতদার গুদামে আগুন, আতঙ্ক কলকাতায়

  • প্রত্যক্ষদর্শীদের মতে গুদামের পাশের ঝুপড়িতে আগুন লাগে
  • তারপরে সেই আগুন লাগে একটি গাড়িতে
  • সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গঙ্গা লাগোয়া গুদামে

/ Updated: Jun 08 2019, 06:42 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


ভয়াবহ আগুনের কবলে কলকাতার জগন্নাথ ঘাটের একটি গুদাম।  বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এক গুদাম। এখানে প্রচুর পরিমাাণে ওষুধ, পোশাক এবং নানা সামগ্রী মজুত করা ছিল। এটি একটি ট্রান্সপোর্ট সংস্থার গুদামঘর বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রাত ৩টা নাগাদ আগুন লাগে এই গুদামে। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে গুদামের পাশে একটি ঝুপড়িতে আগুন লাগে। তারপরে সেই আগুন লাগে একটি গাড়িতে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে থাকে এক গুদামে। সশব্দে বিস্ফোরণ হতে থাকে।দীর্ঘ সময় দমকলের পক্ষে ঘটনার উৎসস্থলেই পৌঁছনো সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতর। খালি করা হয় এলাকার ঝুপড়িগুলি। এই গুদামগুলিতে জমা করা দাহ্যবস্তু নিয়ে মাথাব্যথা নেই কারও। আশেপাশের ঝুপড়িগুলিতেও চলছে বেআইনি ভাবে স্টোভ জ্বালানো। ডাই করা হচ্ছে দাহ্যবস্তু। ফলে বারবার আগুন লাগছে এই অঞ্চলে। প্রশাসনের নাকের ডগায় এগুলি দিনের পর দিন ঘটলেও প্রশাসন নির্বিকার। শনিবার সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের তাপে গুদামের ছাদের একটি অংশ ধসে যায়।