Madan Mitra: নাতিকে পাশে বসিয়ে টয় ট্রেন চালালেন মদন মিত্র, ভিডিও ভাইরাল

মহানগরের রাস্তায় টয় ট্রেন চালালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। নাতিকে নিয়ে টয় ট্রেন চালালেন মদন মিত্র। কার্তিকপুজোর উদ্বোধনে গিয়ে টয় ট্রেন চালালেন মদন। মঙ্গলবার ভবানীপুর ইয়ুথ ক্লাবে ছিল কার্তিক পুজো।
 

/ Updated: Nov 17 2021, 10:25 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মহানগরের রাস্তায় টয় ট্রেন চালালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। নাতিকে নিয়ে টয় ট্রেন চালালেন মদন মিত্র। কার্তিকপুজোর (Kartik puja) উদ্বোধনে গিয়ে টয় ট্রেন চালালেন মদন। মঙ্গলবার ভবানীপুর (Bhawanipur) ইয়ুথ ক্লাবে ছিল কার্তিক পুজো। সেখানে গিয়েই টয় ট্রেন চালাতে দেখা গেল তাঁকে। টয় ট্রেন নিয়ে দার্জিলিং যাবেনও বললেন মদন। শুধু টয় ট্রেনই নয় কার্তিকপুজোর উদ্বোধনে গিয়ে সেখানে ধামসা বাজাতেও দেখা গেল তাঁকে। সেখানে তিনি বলেন, দিল্লিতে এত পলিউশন এবং পেট্রোল-ডিজেলের যা দাম, জিনিসপত্রের এত মূল্য বৃদ্ধি তার জন্য তিনি ব্যাটারি চালিত টয় ট্রেনে করে পলিউশন না করে দার্জিলিঙে (Darjeeling) চলে যাবেন। কেন্দ্র সরকারকে কটাক্ষ করে পেট্রোল-ডিজেলের দাম কমানোর কথাও তিনি বলেন। প্রসঙ্গত, মঙ্গলবারেই নারদ মামালায় অন্তবর্তী জামিন পেয়েছেন মদন মিত্র। এরপরেই তাঁকে দেখা গেল খোশ মেজাজে। পুজোর উদ্বোধনে গিয়ে তাঁকে বলতেও শোনা গেল 'ওহ লাভলি'।

Read more Articles on