মিনিবাস উল্টানোর ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল

রবিবার ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ উল্টে যায় যাত্রী বোঝাই বাস। ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন একাধিক যাত্রী। টায়ার খারাপ থাকার কারণেই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরেও টনক নড়েনি বাস চালকদের। বাসের চাকা পাংচার, সেই অবস্থায় যাত্রীদের নিয়ে ছুটছে বাস। এবার এমনই ছবি দেখা গেল কলকাতার রাস্তায়।

 

/ Updated: Feb 04 2022, 02:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গাড়ির পেছনের চাকা পাংচার। সেই অবস্থায় যাত্রীদের নিয়ে দ্রুত গতিতে ছুটছে বাস। আতঙ্কে যাত্রীদের চিৎকার। এমনই ঘটনা ঘটল হাওড়ায়। গত রবিবার ধর্মতলা ডোরিনা ক্রসিং-এ যাত্রী বোঝাই বাস উল্টে যায়। জখম হয়েছিলেন যাত্রীরা। বাসের টায়ার খারাপ হওয়ার জন্য দুর্ঘটনা ঘটেছিল বলে অভিযোগ ওঠে। দুর্ঘটনার সময়ের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল। এরপরেও চালকদের টনক নড়েনি। বুধবার বিকেলে দেখা গেলে টায়ার পাংচার অবস্থায় যাত্রী নিয়ে একটি মিনি বাসকে দ্রুত গতিতে ছুটতে। হাওড়ার ফোরশোর রোড ধরে উল্টোডাঙ্গা থেকে আলমপুর যাচ্ছিল বাসটি। পিছনের টায়ার পাংচার অবস্থায় দ্রুত গতিতে যাওয়ায় ঝাকুনি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপর হাওড়ার কাজী পাড়া ক্রসিংয়ে যাত্রীদের চিৎকার শনতে পেয়ে পুলিশ বাসটিকে দাঁড় করায়। যাত্রীদের বাস থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। বারবার বাসের এমন ছবি উঠে আসায় বাসে উঠতেও ভয় পাচ্ছেন যাত্রীরা।