Weather forecast: 'মাঘের শীত বাঘের গায়ে', ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। ফের পারদ পতনের সম্ভাবনা বঙ্গে। রাতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা।
ফের বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। ফের পারদ পতনের সম্ভাবনা বঙ্গে। রাতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা। প্রসঙ্গত, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম দিন হালকা বৃষ্টি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং। তাপমাত্রা ২৮,২৯,৩০ উত্তর এবং দক্ষিণবঙ্গে আরও দুই থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা। কলকাতায় তাপমাত্রা আবারও ১২তে নামার সম্ভাবনা। আগামী তিনদিন শীতের আমেজ বজায় থাকবে দুই বঙ্গে। তিন দিন পর থেকে আরেকটি পশ্চিমী ঝঞ্জা আসছে উত্তরপ-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্জার জেরে তাপমাত্রা আবারও বারবে। তবে এখন কিছুদিন জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। মাঘের শীতে ফের কাঁপবে বাংলা।