Weather forecast: বছরের প্রথম দিনেই কী জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে, কী জানাচ্ছে আবহাওয়া দফতর, দেখে নিন

আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝা আর নেই, আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিষ্কার থাকবে। তাই রাতের তাপমাত্রা আগামী চার দিন ধীরে ধীরে কমবে। 

/ Updated: Dec 31 2021, 06:33 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝা আর নেই, আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিষ্কার থাকবে। তাই রাতের তাপমাত্রা আগামী চার দিন ধীরে ধীরে কমবে। আরেকটি পশ্চিমী ঝঞ্জা আবার আসতে চলেছে আগামী ৪ তারিখে উত্তর-পশ্চিম ভারতে। তাই তাপমাত্রা কমলেও সেটা বেশিদিন থাকবে না। ৫ তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা বাড়বে। ২ বঙ্গেই আগামী দু'দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার কারণে যে জলীয়বাস্প রয়েগেছে তার ফলেই এই কুয়াশার প্রভাব থাকবে বঙ্গে। জাঁকিয়ে শীত তবে এখনই পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বছরের প্রথম দিনে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আসেপাশে থাকবে। অন্যান্য সব জেলাতে তাপমাত্রা আরও কিছুটা কম থাকার সম্ভাবনা।