Weather forecast: কাঁপিয়ে ঠান্ডা বঙ্গে, আরও তাপমাত্রা কমার সম্ভাবনা
মঙ্গলবার ছিল বছরের শীতলতম দিন। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা এবং শুষ্ক বাতাস এ রাজ্যে ঢোকার ফলে আজ সকালে কলকাতার আলিপুরে তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে।
মঙ্গলবার ছিল বছরের শীতলতম দিন। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা এবং শুষ্ক বাতাস রাজ্যে ঢোকার ফলে মঙ্গলবার সকালে কলকাতার আলিপুরে তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। মঙ্গলবার এবছরের সব থেকে শীতলতম দিন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দোপাধ্যায়। তিনি বলেন, জেলায় কোথাও কোথাও তাপমাত্রা আরও কিছুটা কম ছিল। এই ঠান্ডা ভাব আরও বেশ কিছু দিন থাকবে বলেও আবহাওয়া দফতর সূত্রে খবর। দিনের তাপমাত্রাও খুব একটা বাড়বে না। ২৪-২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। তবে কলকাতায় রাতের তাপাত্রা ১৩ কাছাকাছি থাকবে। এদিন আসানসোলের তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি দার্জিলিঙে ছিল ৫.৩, ক্যালিংপঙে ছিল ১০, কৃষ্ণনগরের তাপমাত্রা ছিল ১৩, পুরুলিয়া ১১.৭ এবং শিলিগুড়ির তাপমাত্রা ছিল ১০.২।