এখনই রেহাই নেই বৃষ্টি থেকে, কী জানাচ্ছে আবহাওয়া দফতর, দেখে নিন
বঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস। সোমবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। ২৪ ফেব্রুয়ারি ফের বৃষ্টির পূর্বাভাস। বঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পুনরায় ঠান্ডা বাড়ার সম্ভাবনা নেই বঙ্গে।
বঙ্গে ফের বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস। সোমবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। ২৪ ফেব্রুয়ারি ফের বৃষ্টির পূর্বাভাস। বঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পুনরায় ঠান্ডা বাড়ার সম্ভাবনা নেই বঙ্গে। বিহার থেকে বিদর্ভ পর্যন্ত ঘনিভূত নিম্নচাপের জেরে ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের ফলে রবিবার এবং আগামী ২৪ ফেব্রুয়ারি রাজ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সঙ্গে আদ্র আবহাওয়া থাকার সম্ভাবনা৷ তবে তাপমাত্রা তেমন হ্রাস হবেনা বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফরের আবহাওয়াবিদ উমাশঙ্কর সাহা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কালিম্পং এবং দার্জিলিঙে বৃষ্টিপাত হবে আগামী ৪৮ ঘন্টা। আগামী চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে।