ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাংলায় তার কতটা প্রভাব পড়বে, জানাচ্ছে আবহাওয়া দফতর
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। বাংলায় তবে এর কোনও প্রভাব পড়বে না। আন্দামানে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা। আন্দামানে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। বঙ্গে থাকবে মেঘলা আকাশ, জানাল আবহাওয়া দফতর। বঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক (dry weather) থাকবে দক্ষিণবঙ্গে। সোমবার এবং মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই, এখন যেমন স্বাভাবিকের থেকে তিন-চার ডিগ্রি বেশি রয়েছে সেরমই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টির (rain) সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় সেরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সোমবার সন্ধ্যের পরে এই গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তর দিকে এগিয়ে গিয়ে মায়ানমার কোস্টের দিকে পৌঁছবে। ২৩ তারিখ সকালে মায়ানমারে পৌঁছবে। এর কোনওরকম প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়বে না। শুধু নর্থ আন্দামানের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ২১ এবং ২২ তারিখ আন্দামান যারা মাছ ধরতে যায় তাদের যেতে বারণ করা হয়েছে।