ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি, সম্ভাবনা রয়েছে অতিভারী বৃষ্টিরও

দীর্ঘ অপেক্ষার পর হাঁসফাঁসানি গরম থেকে অনেকটাই মিলেছে স্বস্তি। অবেশেষে কালবৈশাখির দেখা মিলেছে রাজ্যে। অন্যবারের তুলনায় এবার অনেকটাই দেরি হল কালবৈশাখির দেখা মিলতে। জেলায় জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি।

/ Updated: May 03 2022, 07:33 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দীর্ঘ অপেক্ষার পর হাঁসফাঁসানি গরম থেকে অনেকটাই মিলেছে স্বস্তি। অবেশেষে কালবৈশাখির দেখা মিলেছে রাজ্যে। অন্যবারের তুলনায় এবার অনেকটাই দেরি হল কালবৈশাখির দেখা মিলতে। জেলায় জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। দমকা হওয়ার সঙ্গে জেলায় জেলায় হচ্ছে বৃষ্টি। বৃষ্টির জেরে অনেকটাই স্বস্তি মিলেছে গরম থেকে। গরমে নাভিশ্বাস ওঠার জেগাড় হয়েছে মানুষের সেখান থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। বৃষ্টির মাঝেই এবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপের কারণেই ৬ মে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। এর জেরে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। আপাতত তাপপ্রভাবের সম্ভবনা কোথাও নেই বলেই জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৫ মে-র পরেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যা ধীরে ধীরে বড় আকারের ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।