গরমের মাঝে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা তাপপ্রবাহ চলবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পারদ কিছুটা নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে লু-এর সতর্কতা জারি। 
 

/ Updated: Apr 27 2022, 04:42 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গরমে নাজেহাল অবস্থা বঙ্গে। গরমে বাড়ি থেকে বেরোনোর আগেও ২বার ভাবছেন সকলে। গরমে ঘুম উড়েছে সাধারণ মানুষের। বৃষ্টির অপেক্ষায় দিন কাটাচ্ছে এখন সাধারণ মানুষ। ইতিমধ্যেই ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে বহু জায়গায়। হাঁসফাঁসানি গরমে স্বস্তির বৃষ্টির দেখা নেই। এপ্রিল মাসে আর বৃষ্টির সম্ভাবনা বেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে মে মাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়, জানাল আবহাওয়া দফতর। বৃষ্টির অপেক্ষাতেই দিন এখন মানুষ। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা তাপপ্রবাহ চলবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পারদ কিছুটা নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে লু-এর সতর্কতা জারি। তীব্র গরমের মাঝেই বৃষ্টির পূর্বাভাস শোনাল আবদাওয়া দফতর। আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১-৩ মে-এর মধ্যে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে দাবদাহের পরিস্থিতি কমবে।