Weather forecast: আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বঙ্গে

আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বঙ্গে। রাতের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। ৭২ ঘন্টা পর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দুটো পশ্চিমী ঝঞ্জা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে।

/ Updated: Jan 03 2022, 07:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নতুন বছর পড়তে না পড়তেই জাঁকিয়ে শীত বঙ্গে। রোদের মুখ দেখা গেলেও ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। তবে আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে, সেই সঙ্গেই বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। রাতে তাপমাত্রা যেমন ঠান্ডা রয়েছে তেমনই আগামী ৭২ ঘন্টা থাকবে। ৭২ ঘন্টা পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে, অর্থাৎ ঠান্ডা কমবে। পরপর দুটো পশ্চিমী ঝঞ্জার উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বাধা পাবে, তার জন্যই তাপমাত্রা বাড়বে। ৭২ ঘন্টা পর থেকে বেশ কিছুটা বাড়বে তাপমাত্রা। বৃষ্টির আপাতত কোনও সম্ভবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। সেই সঙ্গেই কুয়াশারও সম্ভাবনার কথা এখনও জানা যায়নি।