টি ট্যুরিজমে জোর রাজ্যের, চা বাগানের অতিরিক্ত জমিতে নির্মাণ, জানালেন পার্থ চট্টোপাধ্যায়
নিজের বক্তব্যে বারবার উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছুটে গিয়েছেন পাহাড়ে। তা স্বত্বেও এবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। এনিয়ে স্থানীয় নেতৃত্ব রোশের মুখেও পড়েছেন তৃণমূলনেত্রীর। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গে কর্মসংস্থানে জোর দিতে চাইছে মমতা প্রশাসন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার এনিয়ে আলোচনা হয়।
নিজের বক্তব্যে বারবার উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছুটে গিয়েছেন পাহাড়ে। তা স্বত্বেও এবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। এনিয়ে স্থানীয় নেতৃত্ব রোশের মুখেও পড়েছেন তৃণমূলনেত্রীর। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গে কর্মসংস্থানে জোর দিতে চাইছে মমতা প্রশাসন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার এনিয়ে আলোচনা হয়। পাহাড়ে কর্মসংস্থান বাড়াতে টি ট্যুরিজম তৈরির চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। চা বাগানের অব্যবহিত জমিতে নির্মাণ কাজের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে সেকথাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।