চারদিন পড়ে আছে রোগী, তাই দেখেই রণংদেহী মমতা

  • মমতা যখন হাসপাতালে পৌঁছোন, এসএসকেএম-এ সকাল  থেকে বন্ধ ছিল জরুরি পরিষেবাও। 
  • তাতেই রেগে যান মুখ্য়মন্ত্রী

/ Updated: Jun 13 2019, 04:02 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চিকিৎসকদের কর্মবিরতির জেরে প্রায় চারদিন ধরে বন্ধ সারা রাজ্যের চিকিৎসা পরিষেবা এই আবহেই হাসপাতালে পৌঁছন মমতা। এসএসকেএম-এ সে সময়ে বন্ধ ছিল জরুরি পরিষেবাও। মুখ্যমন্ত্রী জরুরি বিভাগের বাইরে অপেক্ষমান রোগীর পরিবারের সঙ্গে কথা বললেন। রোগীদের অবস্থা দেখে তিনি ক্ষোভে ফেটে পড়েন। তলব করেন এমএসডিপিকে। অপেক্ষমান রোগীদের তড়িঘড়ি বেলভিউতে পাঠান মমতা। এর পরেই রণং দেহী মেজাজ ধারণ করেন তিনি।  মমতার হুমকি দিয়ে বলেন,  'যত নেতা আছে ধরে নিয়ে আসুন। আমি  নড়ব না। আন্দোলনকারীদের তালিকা আমাদের কাছে রয়েছে। আমরা রিভিউ করে দেখব।' মমতা এদিন ওই জায়গা থেকেই বলেন, 'আজই ডাক্তারদের যোগ দিতে হবে। হাসপাতালে কোনও বহিরাঘত থাকবে না। কাজে যোগ না দিলে ডাক্তাররা হোস্টেল ছেড়ে দিন।'