৬ টি কুকুরকে ইলেকট্রিক শক দিয়ে মারার অভিযোগ টালিগঞ্জে

এনআরএস-এর পর এবার টালিগঞ্জের নেতাজিনগর। ফের সভ্য়তার শহরে বর্বরতার নজির। ১৬টি কুকুরছানাকে পিটিয়ে মারার পর এবার ৬টি কুকুরকে ইলেকট্রিক শক দিয়ে মারার অভিযোগ। অভিযোগকারী মল্লিকা সরকার জানিয়েছেন,ওই কুকুরগুলিকে আলাদা করে রেখেছিলেন তিনি। আশ্রয়স্থল হিসাবে বানিয়ে দেওয়া হয়েছিল অস্থায়ী একটি আস্থানা। যা ঘিরে প্রতিবেশীদের সঙ্গে তাঁর প্রায়শই বিবাদ বাধত। ওরাই কুকুরগুলোকে মেরে ফেলেছে। 

/ Updated: Nov 14 2019, 10:42 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এনআরএস-এর পর এবার টালিগঞ্জের নেতাজিনগর। ফের সভ্য়তার শহরে বর্বরতার নজির। ১৬টি কুকুরছানাকে পিটিয়ে মারার পর এবার ৬টি কুকুরকে ইলেকট্রিক শক দিয়ে মারার অভিযোগ। অভিযোগকারী মল্লিকা সরকার জানিয়েছেন,ওই কুকুরগুলিকে আলাদা করে রেখেছিলেন তিনি। আশ্রয়স্থল হিসাবে বানিয়ে দেওয়া হয়েছিল অস্থায়ী একটি আস্থানা। যা ঘিরে প্রতিবেশীদের সঙ্গে তাঁর প্রায়শই বিবাদ বাধত। ওরাই কুকুরগুলোকে মেরে ফেলেছে। এই বিষয়ে নেতাজিনগর থানায় অভিযোগ জানালে নির্মমভাবে পশু হত্যার ৪২৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্য়েই ওই ৬টি কুকুরকে ময়নাতদন্তের জন্য বেলগাছিয়া ভেটেনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।