পরনে পিপিই কিট, কলকাতার এক বিখ্যাত পুজোয় এই ভাবেই হল দশমীর বরণ
- দশমী মানেই মায়ের বরণ শেষে সিঁদুর খেলা
- আর তাতেই এবার বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা
- করোনার কথা মাথায় রেখেই নয়া পদক্ষেপ ঠাকুর পুকুর এস বি পার্কের
- পিপিই কিট পরে সেখানে বরণ করছেন মহিলারা, চলছে ধুনুচি নাচও
দশমী মানেই পুজো শেষে বিদায় বেলায় মায়ের বরণ। আর সেই সঙ্গেই মা -কে বিদায় বেলার সিঁদুর খেলা। এবার তবে এই সব কিছুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। এবার সেই করোনা ভুলেই দশমীতে মায়ের বরণে মাতলেন ঠাকুর পুকুর এস বি পার্কের মহিলারা। তবে সেখানকার সব মহিলাকেই দেখা গেল পিপিই কিট পরে। কোরনা কালে দূরত্ব বজায় রেখে বরণ করা অসম্ভব। অন্যদিকে হাই কোর্টেরও নির্দেশ সিঁদুর খেলা যাবে না। আর সেই কথাকে সম্মান জানিয়ে ও করোনা সতর্কতার কথা মাথায় রেখেই বিদায় বেলায় মায়ের বরণে মাতলেন ঠাকুর পুকুর স্টেট ব্যাঙ্ক পার্কের পুজোর মহিলা সদস্যরা। ঠাকুর বরণ শেষে ধুনুচি নাচেও মাতলেন তারা। সেই সঙ্গেই মায়ের কাছে প্রার্থনা জানালেন করোনা ভুলে আগামী বছর যেন আগের মতই পুজো কাটে।