পেঁয়াজের গুণে যত্ন নিন ত্বকের, মাথায় রাখুন এই ৫টি ঘরোয়া টোটকা

চুলের জন্য পেঁয়াজের রস যে কতটা উপকারী তা সকলেরই প্রাই জানা। চুলের পাশাপাশি ত্বকের জন্যও পেঁয়াজের রস খুবই ভালো। ত্বকের জন্য পেঁয়াজের রস যে কতটা উপকারী তা অনেকেরই জানা নেই। 
 

/ Updated: Mar 20 2022, 04:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চুলের (hair care) জন্য পেঁয়াজের রস যে কতটা উপকারী তা কমবেশি সকলেরই প্রায় জানা। চুলের (hair) পাশাপাশি ত্বকের জন্যও পেঁয়াজের রস খুবই ভালো। ত্বকের জন্য পেঁয়াজের রস যে কতটা উপকারী তা অনেকেরই জানা নেই। অনেকেই ব্রণর সমস্যায় ভোগেন। আপনারও যদি ব্রণর সমস্যা থাকে তবে পেঁয়াজের রসের সঙ্গে টক দই এবং মধু মিশিয়ে লাগান। সপ্তাহে দু'দিন এই ফেসপ্যাক ব্যবহার করলে ভালো ফল পাবেন ত্বকের পাশাপাশি চুলের সমস্যাও দূর করে পিঁয়াজ। চুল ঘন করতে পিঁয়াজের রস খুবই কার্যকরী। তবে পেঁয়াজের রস লাগিয়ে তা ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। রাতে শোয়ার আগে মুখে লাগান পেঁয়াজের রস। এতে কমে যায় বলিরেখার সমস্যা। ত্বকের শুষ্কভাব দূর করে পেঁয়াজ (onion)। পেঁয়াজের রস হাতের তালুতে লাগালে তালু শুষ্কভাব দূর হয়। রোদে ট্যান পড়ে ত্বকের (skin care) জেল্লা কমে যাচ্ছে। পেঁয়াজের রসের সঙ্গে লেবু ও মধু মিশিয়ে লাগান।