Winter hair care tips: শীতে ৫ উপায়ে যত্ন নিন চুলের, মুক্তি পান চুলের সমস্যা থেকে

শীতকাল মানেই চুলের নানান সমস্যা। শীতকাল এলেই খুশকির সমস্যায় ভোগেন অনেকেই। শীতকালে ত্বক এবং চুলে বেশি ময়লা হয়। শীতে তাই বাইরে বেরোলে চুল ঢেকে বেরোনোর চেষ্টা করুন। 
 

/ Updated: Jan 08 2022, 08:07 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শীতকাল মানেই চুলের নানান সমস্যা। শীত এলেই চুলের সমস্যায় ঘুম ওড়ে অনেকেরই। শীতকাল এলেই খুশকির সমস্যায় ভোগেন অনেকেই। খুশকির কারণে চুল পড়ার সমস্যায় দেখা যায়। সেই সঙ্গে শীতকালে ত্বক এবং চুলে অনেক বেশি ময়লা হয়। শীতকালে অনেকেই ঠান্ডায় প্রতিদিন স্নান করতে পারেন না আর সেই কারণেই এই সমস্যা হয়। শীতে তাই বাইরে বেরোলে চুল ঢেকে বেরোনোর চেষ্টা করুন। সকালে ঘুম উঠে চুল আঁচড়ানোর অভ্যাস করুন। মোটা দাঁড়ার চিরুনি ব্যবহার করতে পারেন, এতে চুল ভালো থাকে। শীতে চুল ভালো রাখতে ব্যবহার করতে পারেন গ্রিন টি। গ্রিন টি জলে ফুটিয়ে সেই জল দিয়ে চুল ধুতে পারেন। শ্যাম্পু না করলেই শীতে চুল ধুয়ে নেওয়ার চেষ্টা করুন। তবে চুল ধোয়ার জন্য গরম জলব্যবহার না করাই ভালো। শীতকালে খুশকির সমস্যায় ভোগেন অনেকেই। জলে পাতিলেবুর রস মিশিয়ে চুল ধুতে পারেন, এতে খুশকি দূর হয়।