দুর্গা প্রতিমা নিরঞ্জনে ব্যস্ত বাজা কদমতলা ঘাট
- বাজা কদমতলা ঘাটে চলছে দুর্গা প্রতিমা নিরঞ্জন
- মন খারাপের সঙ্গে সবাই উমা মাকে বিদায় জানাচ্ছেন
- আসছে বছর আবার আসার আহ্বান জানাচ্ছেন সবাই
- বিসর্জনের জন্য সুবিধাজনক ব্যবস্থা করেছে কলকাতা পৌরসভা
প্রত্যেকেই শ্রদ্ধার সহিত মা দুর্গাকে চোখের জলে বিদায় জানাচ্ছেন,বাজা কদমতলা ঘাটে। এবছর দুর্গা প্রতিমা বিসর্জনে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য কলকাতা পৌরসভা যাবতীয় আয়োজন করে রেখেছে। ট্রলিতে করে ঘাট অবধি নিয়ে আসার ব্যবস্থাও ছিল। তারপর প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে প্রতিমার কাঠামো তুলে নেওয়ার জন্য বড় ক্রেনের ব্যবস্থাও করা হয়েছে। তবে সবাই যে মা দুর্গাকে বিসর্জন দিতেই আসছেন তা কিন্তু নয়। প্রচুর মানুষ শুধু উমা মাকে এবছরের মত, শেষবার দেখতেও এসেছেন। আর উমা মাকে বিদায় সঙ্গে সবার মুখে একই কথা,আসছে বছর আবার আসার আহ্বান জানাচ্ছেন সবাই। আর তারপর সবাই একে অপরকে আলিঙ্গন করার সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছেন।