ইসকনে ৮ ফুটের বিশালাকার কেক, সেই কেক কেটেই শুরু হল বড়দিনের সেলিব্রেশন

  • আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তার পরেই বড়দিন
  • সেই বড়দিনের উৎসব শুরু হয়ে গেল মায়াপুর ইসকন মন্দিরে
  • বড়দিনের আগে ৮ ফুটের বিশালাকার কেক মায়াপুরে
  • নিরামিষ এই কেক কেটেই উৎসবের শুরু হল ইসকনে
     

/ Updated: Dec 23 2020, 08:52 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তার পরেই বড়দিন। সেই বড়দিনের উৎসব শুরু হয়ে গেল মায়াপুর ইসকন মন্দিরে। বড়দিনের আগে ৮ ফুটের বিশালাকার কেক মায়াপুরে। নিরামিষ এই কেকটির ওজন ৫০ কেজি। ১২ জন মিলে ৬ ঘন্টার প্রচেষ্টার প্রস্তুত করেছে কেকটি। মনজিনিসের পক্ষ থেকেই ইসকনকে দেওয়া হয়েছে এই উপহার। সেখানে উপস্থিত ছিলেন মনজিনিয়ের কর্ণধার ও তাঁর স্ত্রীও। সব মিলিয়ে এই কেক কেটেই উৎসবের শুরু হল ইসকনে। এই কেক পেয়ে খুশি ইসকনের কর্তৃপক্ষও। তারা জানিয়েছে, এতদিন তাদের নিজস্ব কেক তৈরি হত। এবার মনজিনিসের এই নয়া উদ্যোগ এবং ইসকনের গুরুকুলের ছাত্রদের দিয়ে কেক কাটানোয় খুশি সকলেই।