পুজোর আগে রকমারি পোশাকের ডালি সাজিয়ে নিয়ে হাজির দেবযানী-সুজয়প্রসাদ

পুজো মানেই দেবযানীর ফ্যাশন-ফান্ডা (Debjani Chatterjee)। আর সেই ফ্যাশন (Fashion) জুড়ে থাকে বাহারি সব শাড়ি। সেই সঙ্গে উপরি পাওনা বাহারি স্কার্ফ থেকে জুয়েলারি। দেবযানীর সঙ্গেই ফ্যাশন ফিনেস্তায় জুড়িদার সুজয়প্রসাদ। দুই জনেই বাংলা অভিনয় জগতের দুই ব্যস্ততম চরিত্র। কিন্তু পুজো আসা মানেই ফ্যাশনের ডালি সাজিয়ে নেমে পড়া। এবারও তার অন্যথা হয়নি, জুড়ি বেঁধেছেন সুজয়-দেবযানী। তাঁদের সম্ভারে থাকা সমস্ত কিছুর ফ্যাশন ডিজাইন এক্কেবারে নিজস্ব। যারা একটু হটকে সাজ পছন্দ করেন বাঙালিয়ানাকে বজায় রেখে। তাদের জন্য আদর্শ হতে পারে সুজয়-দেবযানীর ফ্যাশন সম্ভার।

/ Updated: Oct 06 2021, 11:45 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুজো মানেই দেবযানীর ফ্যাশন-ফান্ডা (Debjani Chatterjee)। আর সেই ফ্যাশন (Fashion) জুড়ে থাকে বাহারি সব শাড়ি। সেই সঙ্গে উপরি পাওনা বাহারি স্কার্ফ থেকে জুয়েলারি। দেবযানীর সঙ্গেই ফ্যাশন ফিনেস্তায় জুড়িদার সুজয়প্রসাদ। দুই জনেই বাংলা অভিনয় জগতের দুই ব্যস্ততম চরিত্র। কিন্তু পুজো আসা মানেই ফ্যাশনের ডালি সাজিয়ে নেমে পড়া। এবারও তার অন্যথা হয়নি, জুড়ি বেঁধেছেন সুজয়-দেবযানী। তাঁদের সম্ভারে থাকা সমস্ত কিছুর ফ্যাশন ডিজাইন এক্কেবারে নিজস্ব। যারা একটু হটকে সাজ পছন্দ করেন বাঙালিয়ানাকে বজায় রেখে। তাদের জন্য আদর্শ হতে পারে সুজয়-দেবযানীর ফ্যাশন সম্ভার।